মানুষের পাশে আমরা(বন্যায় জরুরি সহায়তা কর্মসুচি)
জুলাই ২১, ২০২২ , ৯:১২ পূর্বাহ্ণ

মানুষের পাশে আমরা

স্মরণকালের ভয়াবহ বন্যার শিকার সিলেট জেলায় গত ১৮ জুন ,২০২২ থেকে ব্র্যাক সিলেটে ত্রাণ ও পুনর্বাসনের কাজ করে আসছে। জেলা কন্ট্রোল রুম এবং উপজেলা নির্বাহী অফিসার গণের সাথে সমন্বয় করে এ কর্মযজ্ঞ চালানো হয়। এ পর্যন্ত জেলায় ১৮ হাজার ৪০০ শুকনো খাবার, ৯ হাজার পরিবারকে ২.৫ কেজি করে প্রটিন সমৃদ্ধ বিস্কুট, ৬১০ পরিবারকে নন ফুড আইটেম (প্রাত প্যাকেজ এ আছে- ত্রিপল (১টি),নাইলন এর রশি(২ ব্যান্ডেল), কম্বল (১টি),পোর্টেবল সোলার ল্যাম্প (১টি),কাপড় কাচার সাবান (৩টি),গোসল করার সাবান (৩টি),স্যান্ডেল (২ জোড়া),এসএস প্লেট (২টি),হাড়ি (১টি),কড়াই (১টি),চামচ (১টি),প্লাষ্টিক মগ (১টি),গ্লাস (২টি)), নগদ সহায়তা ১৫০০ টাকা জন প্রতি মোট ১৪৪৯৫ জনকে দেওয়া হয়।